আলু বাছাই করে সংসার চালাচ্ছেন তারা
হিমাগারে তারা খারাপ আলু বাছাইয়ের কাজ করেন। সঙ্গে সংসারের ভালোটাও দেখেন। প্রতিদিনকার আয়ে অবদান রাখেন পরিবারের খরচে। জয়পুরহাটের বিভিন্ন উপজেলায় আলু সংরক্ষণকে কেন্দ্র করে গড়ে উঠেছে হিমাগার। সেখানে কর্মসংস্থান হয়েছে নারীদের। জেলার বিভিন্ন হিমাগারে কাজ করা নানা বয়সী নারীদের কেউ বিধবা,…